Homeজেলারায়পুরে পুুলিশের হাতে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রায়পুরে পুুলিশের হাতে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মু.ওয়াহিদুর রহমান মুরাদ ,করেসপন্ডেন্ট।।
 
চুরি, ডাকাতি, নারী নির্যাতন, মাদকসহ ৭ টি মামলার আসামী, রাকিবুল ইসলাম (রাকিব) কে চরপাতা এলাকা থেকে ৫১০ পিছ ইয়াবা ও একটি মোটর বাইকসহ আটক করেছে রায়পুর থানা পুলিশ।শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ওসি ।
 
 রায়পুর থানার উপ-পরিদর্শক এমদাদুল হক এমদাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়ার নির্দেশে শুক্রবার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান চালিয়ে রাকিব ওরফে হেইক্কা রাকিবকে গ্রেফতার করি। তার শরীর তল্লাশি করে ৫১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করি। সে রায়পুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৌলভী আব্দুল্লাহ সাহেবের বাড়ির কবিরাজ আবুল হোসেনের জেষ্ঠ্য পুত্র। 
 
রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত রাকিবের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরন করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতনসহ মোট ৭ টি মামলা চলমান। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version