অন্য যেকোনো সময়ের তুলনায় বছরের প্রথম মাস জানুয়ারিতে বন্দুক সহিংসতায় রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩১ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দেশটির গান ভায়োলেন্স আর্কাইভ জানায়, ওই মাসের ২৯ তারিখ পর্যন্ত দেশটিতে ৪৪টি বন্দুক হামলার ঘটনা ঘটে। ২০১৪ সালের পর আর কোনো বছর জানুয়ারিতে এত বন্দুক হামলার ঘটনা ঘটেনি।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিয়মিত বিষয় হয়ে উঠেছে। নতুন বছরের শুরুটাও হয় বন্দুক হামলা দিয়ে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুধু ক্যালির্ফোনিয়াতেই অন্তত তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ২০ জন প্রাণ হারান।
শুধু তা-ই নয়, ৩০ জানুয়ারি একই দিন টেক্সাস, ইলিনয় ও আলাবামা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। দেশটির গান ভায়োলেন্স আর্কাইভ এ তথ্য জানিয়েছে।
আরও ভয়াবহ তথ্য প্রকাশ করেছে গান ভায়োলেন্স আর্কাইভ। তাদের হিসাব বলছে, ২০২৩ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত অন্তত ৪৪টি বন্দুক হামলার ঘটনা ঘটে। ২০১৪ সালের পর আর কোনো বছর জানুয়ারিতে এত বন্দুক হামলার ঘটনা ঘটেনি।
দেশটির গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের কোনো জায়গাই এখন আর নিরাপদ নয়। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় প্রতিদিনই শতাধিক মানুষ প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছেন দুই শতাধিক।
এমনকি আমেরিকান শিশুদের মৃত্যুর অন্যতম কারণ আগ্নেয়াস্ত্র বলে গান ভালোলেন্স আর্কাইভের তথ্যে উঠে এসেছে। এতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রবাসী। আগ্নেয়াস্ত্রের অবাধ ব্যবহার রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে দেশটির সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে।