আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ঘটনায় এবার আইন প্রণয়ন করতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আইন প্রণেতা সংস্থা আইএফএবি। পেনাল্টি কিক নেয়ার সময়ে মার্টিনেজ যে ‘মাইন্ডগেম’ খেলে থাকেন সেটি বন্ধ করতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গত বছরের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারের সময়ে ফ্রান্সের খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ। তাতে ম্যাচ পরিচলনা করা রেফারি সাইমন মার্সিনিয়াক রিপোর্ট করেছিলেন, মার্টিনেজের সেই অদ্ভুত আচরণে টাইব্রেকারে শট নিতে আসা খেলোয়াড়দের মনোসংযোগ ব্যাহত হয়েছিল।
ফাইনালের সেই ম্যাচে মার্টিনেজ গোললাইনে দাঁড়িয়ে অদ্ভুত নাচের ভঙ্গিসহ চোখে পড়ার মতো আচরণ করেন। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শোরগোল তৈরি হয়। এজন্য স্পটকিকের সময়ে সকল ধরনের অদ্ভুত আচরণ বন্ধ করার লক্ষ্যে আইন প্রণয়ন করবে আইএফএবি।
আগামী মার্চ মাসে বার্ষিক সভায় বসবে সংস্থাটি। সেখানে এই বিষয়ে আইন উত্থাপন করা হবে। সবার সম্মতি থাকলে সেটি পাস হয়ে যাবে। তারপরে মার্টিনেজ ছাড়াও অন্য কেউ এমন আচরণ করলে পড়তে হবে শাস্তির আওতায়।
কাতার বিশ্বকাপে একের পর এক স্পটকিক ঠেকিয়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন এমিলিয়ানো মার্টিনেজ। এমনকি শেষ ম্যাচে জিতে তাক লাগিয়ে দেন তিনি। তাতে আর্জেন্টিনা ঘোচাতে পারে ৩৬ বছরের আক্ষেপ। ১৯৭৮ ও ১৯৮৬ সালের পরে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জিতে নেয় আলবিসেলেস্তেরা।