পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী এবং পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। পিটিআই নেতা ফারুক হাবিবের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানায়, ফাওয়াদ চৌধুরীকে বুধবার (২৫ জানুয়ারি) ভোরে লাহোরে পুলিশ গ্রেফতার করেছে। ফাওয়াদ চৌধুরীকে তার বাসা থেকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে ডন জানিয়েছে, রাষ্ট্রদ্রোহ, ভীতি প্রদর্শন এবং জনগণের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বিবৃতি দেয়ার অপরাধ ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে নথিভুক্ত করা হয়েছে।
ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতারের পর ফারুক হাবিব তার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘আমদানি করা সরকার নির্বিকার হয়ে গেছে।’ এ ছাড়া পিটিআইয়ের আলি জাইদিও দলের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী গ্রেপ্তারের তীব্র নিন্দা করেছেন।
তিনি টুইটারে লিখেছেন, ‘সরকার এই দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।’ তিনি আরও লিখেছেন, ‘আইন ভঙ্গকারী আইন প্রণেতা এবং দুর্নীতিবাজ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাতে একটি বিচারহীন রাষ্ট্রে পরিণত হয়েছে পাকিস্তান।’
এদিকে ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতারের এক ঘণ্টা পরে দলীয় নেতাকর্মীরা লাহোরে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবনের বাইরে জড়ো হয়ে গ্রেফতারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানিয়েছে।