বন্ধুত্ব শুরু অনলাইনে লুডো গেম খেলতে গিয়ে। সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। কিন্তু এই প্রেম আর পাঁচটা সম্পর্কের মতো সহজ ছিল না। কারণ, তরুণীর বাড়ি পাকিস্তানে। অন্যদিকে যুবক ভারতের নাগরিক।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের বয়স ২৬। ভারতের বেঙ্গালুরুতে একটি সংস্থার নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন তিনি। অনলাইনে লুডো গেম খেলার নেশা ছিল তার। সেই লুডো গেম খেলতে গিয়ে পাকিস্তানের এক তরুণীর সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই প্রেমের শুরু। প্রেমিকের কাছে যেতে ভারতে চলে আসতেও রাজি ছিলেন ১৯ বছর বয়সী ওই তরুণী।
একপর্যায়ে পাকিস্তানি ওই তরুণী তার প্রেমিকের কথা মেনে নেপালে যান। সেখান থেকে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তারপরে যান বেঙ্গালুরুতে।
ওই যুবককে বিয়ে করে সেখানেই থাকতে শুরু করেন পাকিস্তানি তরুণী। কিন্তু গোপন সূত্রে সেই খবর চলে যায় পুলিশের কাছে। পুলিশ পরে ওই যুগলকে আটক করে।
জানা গেছে, পাকিস্তানি ওই তরুণীর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে বসবাস এবং জাল কাগজপত্র দেখানোর অভিযোগ আনা হয়েছে। আপাতত তাকে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। যুবককে এখনও আটক করে রেখেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২২ সালে ওই তরুণী ভারতে প্রবেশ করেন। তখন থেকেই অবৈধভাবে দেশটিতে থাকছিলেন তিনি।