কুয়েতে স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বৃষ্টির পাশাপাশি বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্র।
রোববার (১৫ জানুয়ারি) কুয়েত আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সারা দেশে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে।
আবহাওয়াবিদ আব্দুল আজিজ আল-কারাউই জানিয়েছেন, উচ্চপৃষ্ঠের আর্দ্রতার সঙ্গে মিশ্রিত বায়ুমণ্ডলে গভীর নিম্নচাপের উপস্থিতি নিম্ন এবং মধ্য-স্তরের মেঘ গঠনের পাশাপাশি বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি করবে।
আবহাওয়া সংস্থা জানিয়েছে, কুয়েতের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া তীব্র বাতাস এবং কম দৃশ্যমানতার কারণে সমুদ্রের ঢেউ উঠতে পারে ছয় ফুট পর্যন্ত। আল-কারাউই বলেছেন, মঙ্গলবারের পরে পরিস্থিতির উন্নতি হবে।
কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাসসহ ‘অশান্ত আবহাওয়া’ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে, জরুরি সহায়তার জন্য জনগণকে ১১২ নম্বরে কল করার আহ্বান জানানো হয়েছে।