বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচে মারামারিতে জড়ানোয় শাস্তি পেয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড ফেরান তোরেস। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। একই ঘটনায় অ্যাতলেটিকো ডিফেন্ডার স্তিফান সাভিচও পেয়েছেন সমান শাস্তি।
অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে গত রোববার মুখোমুখি হয়েছিল শীর্ষে থাকা বার্সেলোনার। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় সফরকারী বার্সা। ম্যাচের শেষ দিকে বল দখলের লড়াইয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন তরেস ও সাভিচ। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। তবে সেখানেই শেষ হয়নি তাদের শাস্তি।
ঘটনা পর্যালচনার সিদ্ধান্ত নেয় লা লিগার কমিটি। অবশেষে দুজনকেই সমান দোষী সাব্যস্ত করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিল কমিটি। বুধবার (১১ জানুয়ারি) এই শাস্তির কথা জানায় লা লিগা।
লা লিগায় নিজেদের পরবর্তী দুই ম্যাচে গেতাফে ও জিরোনার বিপক্ষে তোরেসকে খেলাতে পারবে না বার্সেলোনা। বার্সেলোনার বিপদ আরও বেড়েছে আগে থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় রবার্ট লেভানদোভস্কি মাঠের বাইরে থাকায়। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি এই পোলিশ তারকা। খেলতে পারবেন না লিগে বার্সেলোনার পরের দুই ম্যাচেও।