একদিন পরই পর্দা উঠছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) উদ্বোধনী আসরের। টুর্নামেন্টটিতে পারফর্ম করতে মুখিয়ে আছেন খেলোয়াড়রা।
এরই মধ্যে টুর্নামেন্টের জন্য জার্সি উন্মোচন করেছে ডেজার্ট ভাইপার্স। লাল রংয়ের জার্সি পরে মরুর বুকে ঝড় তুলতে প্রস্তুত আদানি স্পোর্টস লাইনের ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে, নতুন জার্সি পেয়ে খুশি অধিনায়ক কলিন মুনরো। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘এটা দারুণ জার্সি। আমার স্ত্রী সবসময় বলে লাল আমার রং। আমরা এটা পরে খেলার জন্য মুখিয়ে আছি।’
ফ্র্যাঞ্চাইজি লিগটি নিয়ে সাবেক কিউই এ ক্রিকেটার বলেন, ‘এখানে থাকতে পেরে অনেক ভালো লাগছে, সবার সঙ্গে সাক্ষাৎ করে অনেক ভালো লেগেছে। এখনো স্কোয়াডের সবাই আসেনি। আশা করছি শিগগিরই সবাই চলে আসবে।’
অন্যদিকে, বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটারদের পাশাপাশি আরব আমিরাতের ক্রিকেটারদের বেড়ে ওঠার জন্য এটি একটি দারুণ প্ল্যাটফর্ম। এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন আমিরাতের ক্রিকেটাররা।
আগামী ১৩ জানুয়ারি প্রথমবারের মতো এই লিগ শুরু হবে আর শেষ হবে ১২ ফেব্রুয়ারি।