অসুস্থ পরিচালক অনীক দত্ত। ফুসফুসে সংক্রমণ নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন তিনি।
পরিচালক অনীক দত্ত বেশ কিছুদিন ধরেই ফুসফুসে সমস্যায় ভুগছিলেন। সঙ্গে সিওপিডির সমস্যাও ছিল দীর্ঘদিনের। এ অসুস্থ অবস্থায়ই রোববার একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গুণী এ নির্মাতা। তবে মঙ্গলবার ঞঠাৎই তার অসুস্থতা বেড়ে যায়। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কর্মরত চিকিৎসক বলছেন, পরিচালকের অবস্থা গুরুতর না হলেও বেশ অসুস্থই বলা যায় তাকে। নির্দিষ্ট সময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। দ্রুত আরাম দিতে তার প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে।
করা হয়েছে বেশকিছু প্রয়োজনীয় টেস্টও। এসব টেস্টের ফল চিকিৎসকের হাতে পৌঁছলেই পরিচালকের অসুস্থতার সঠিক কারণ নিশ্চিত হতে পারবেন চিকিৎসকরা।
২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মধ্য দিয়ে টালিউডে আত্মপ্রকাশ করেন গুণী এ পরিচালক। এরপর একে একে আশ্চর্য প্রদীপ, মেঘনাদবদ রহস্য, ভবিষ্যতের ভূত-এর মতো ছবি নির্মাণ করেন তিনি।
গত বছর সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ নির্মাণের নেপথ্য কাহিনি নিয়ে ‘অপরাজিত’ তৈরি করেন অনীক দত্ত। গত বছরের অন্যতম ব্যবসাসফল ছবি ছিল এটি। পরিচালকের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন এখন গোটা টালিপাড়া।