চলতি বছরের ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে বসবে জি-২০ সম্মেলন। শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বিশ্বনেতারা। আয়োজক দেশ হিসেবে বৈঠকের সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে শুরু হয়েছে ঘরোয়া বৈঠক।
দুই বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারি। এর মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সংকটে বিশ্ব অর্থনীতি। এমন সময়ে শিল্পন্নত ও উন্নয়নশীল ২০টি দেশের সম্মেলনের দিকে নজর বিশ্ববাসীর।
চলতি বছরে অর্থনৈতিক মন্দার আভাস দিয়েছে বিশ্বব্যাংক। এদিকে ঋণের শর্ত কঠিন করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেই দিল্লির প্রগতি ময়দানে আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর বসছে জি-২০ শীর্ষ বৈঠক। এর প্রস্তুতির অংশ হিসেবে ঘরোয়া বৈঠক শুরু হলো কলকাতায়।
সোমবার (৯ জানুয়ারি) এ সম্মেলনের প্রথম বৈঠকের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যৎ’ স্লোগানে শুরু হওয়া এই বৈঠকে এদিন ডিজিটাল অর্থনীতির ওপর আলোচনা হয়। সেই সঙ্গে আলোচনায় উঠে আসে নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক মুক্তির প্রসঙ্গ।
তবে তৃণমূল সরকারের প্রকল্প জনমুখী হলেও অনেক প্রান্তিক নারী এখনও নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেন অনেকে।
সোমবার থেকে শুরু হওয়া কলকাতার এই বৈঠকে জি-২০ ভুক্ত দেশগুলোর শীর্ষ অর্থনীতিবিদ ও প্রতিনিধিসহ অংশ নেন বিশ্বব্যাংক, আইএমএফ এবং এডিবির প্রতিনিধি। বুধবার (১১ জানুয়ারি) পর্যন্ত চলবে এই বৈঠক। শীর্ষ সম্মেলনের আগে ভারতের ২০টি শহরে ২০০ ঘরোয়া সম্মেলন হবে।