ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি স্কুলের দুপুরের খাবারে সাপ মিলেছে। তবে তার আগেই সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু শিক্ষার্থী।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (৯ জানুয়ারি) জেলার ময়ুরেশ্বর ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শিশু শিক্ষার্থী তাদের মধ্যাহ্নভোজে পরিবেশিত খাবার খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে।
খাবার তৈরি করা ওই স্কুলের এক কর্মী স্বীকার করেছেন যে, মসুর ডালভর্তি একটি পাত্রে এদিন একটি সাপ পাওয়া গেছে। তিনি বলেন, ওই খাবার খেয়ে শিশুরা বমি শুরু করলে তাদের দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্লক ডেভেলপমেন্ট কর্মকর্তা দীপাঞ্জন জানা সাংবাদিকদের বলেছেন, দুপুরের খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ার বিষয়ে গ্রামবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। আমি প্রাথমিক বিদ্যালয়ের জেলা পরিদর্শককে বিষয়টি জানিয়েছি। তিনি মঙ্গলবার (১০ জানুয়ারি) স্কুলটি পরিদর্শন করবেন।
তিনি জানান, একজন বাদে সব শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। যে ভর্তি আছে, সে-ও এখন আশঙ্কামুক্ত।
এদিকে একজন পুলিশ কর্মকর্তা জানান, ওই ঘটনার পর অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে।