প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে বরগুনা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভোর থেকেই বরগুনা শহরের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার শহরে দুই গ্রুপই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে।
পুলিশ জানায়, কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বরগুনা জেলা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত। বেশ কিছুদিন ধরেই এই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ কারণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ জানান, জেলা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই পুলিশ এ উদ্যোগ নিয়েছে।