বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে অনুরোধ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠককালে কৃষিমন্ত্রী এ অনুরোধ করেন।
বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন, ‘টাটাসহ বিভিন্ন ভারতীয় কোম্পানি যাতে বাংলাদেশে বিনিয়োগ করে, সেই জন্য দেশটির হাইকমিশনারকে আমরা অনুরোধ করেছি।’
কৃষিতে কর্মসংস্থান বাড়াতে আন্তর্জাতিক সহায়তা দরকার, এমন মন্তব্য করে তিনি বলেন, ‘ভারত সবসময় আমাদের সহায়তা করেছে।’
ভারতীয় পেঁয়াজের ফলন নিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘এবার পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে। ভারতের মহারাষ্ট্র থেকে পেঁয়াজের বীজ আনা হয়েছে। সেটির ফলন ভালো।’
এদিকে প্রণয় কুমার ভার্মা বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করছি। এক্ষেত্রে আমরা বাংলাদেশের নাগরিকদের সবসময় সহায়তা করছি।