নতুন বছরের শুরুতেই ড্রোনের ওপর ‘হ্যাপি নিউ ইয়ার’ লিখে সেই ড্রোন দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রুশ সেনারা। ড্রোনটি ভূপাতিত হওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে এসেছে।
সংবাদমাধ্যম দ্য মিরর জানায়, রোববার (১ জানুয়ারি) কিয়েভে এ হামলা চালায় রুশ বাহিনী। এমন কর্মকাণ্ডের মাধ্যমে রাশিয়া ‘অসুস্থ মানসিকতার’ পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছে কিয়েভ প্রশাসন।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে ড্রোন হামলার একটি ছবি শেয়ার করেছেন কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রি নেবিতোভ। যেখানে দেখা যায়, কিয়েভে আঘাত হানা একটি ড্রোনের ধ্বংসাবশেষের ওপর রুশ ভাষায় ‘হ্যাপি নিউ ইয়ার’ লেখা রয়েছে।
নেবিতোভ বলেন, ‘স্থানীয় একটি খেলার মাঠে এ ড্রোন হামলা চালানো হয়। ওই মাঠে শিশুরা খেলাধুলা করে।’
ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক বলেছেন, নতুন বছরের শুরুতেই কিয়েভে এই হামলা প্রমাণ করে রাশিয়া ‘কাপুরুষ’। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘পুতিন এখনও বুঝতে পারছেন না যে ইউক্রেনীয়রা লোহার তৈরি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, ‘বিশ্বের কেউ রাশিয়াকে হামলা চালানোর জন্য ক্ষমা করবে না। ইউক্রেনও করবে না।’