খোলামেলা পোশাক পরার কারণে সব সময়ই আলোচনায় থাকেন ভারতীয় মডেল ও টিভি অভিনেত্রী উরফি জাভেদ। আলোচিত এই মডেলের বিরুদ্ধে এবার পুলিশি অভিযোগ এনেছে বিজেপি নেত্রী। আর এ অভিযোগের ভিত্তিতে বিজেপি নেত্রীকেও পালটা জবাব দিয়েছেন উরফি।
‘মুম্বাইয়ের রাস্তায় নগ্নতার উসকানি দিচ্ছেন উরফি’-এই মর্মে উরফির নামে পুলিশি অভিযোগ দিয়েছেন বিজেপি নেত্রী। আর সে অভিযোগের কথা উরফির কানে আসতেই তিনি তার রাগ উগড়ে দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ তার টুইটারে জানান, মুম্বাইয়ের রাস্তায় নাকি নগ্নতার প্রচার করছেন উরফি। তিনি দাবি জানান, অবিলম্বে যেন গ্রেফতার করা হয় উরফিকে।
তিনি আরও বলেন, ‘এক দিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্য দিকে, কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে।’
এ ঘটনার দিন কয়েক বাদে টুইটারে বিজেপি নেত্রী চিত্রা ওয়াগকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন উরফি।
টুইটারে তিনি লেখেন, ‘আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু আগে আপনি নিজের ও আপনার পরিবারের সম্পত্তির হিসাব দিন। সকলকে জানান, রাজনীতিবিদদের আয়ের উৎসটা কী! কোথা থেকেই বা আয় করেন তারা।’
উরফি আরও লেখেন, ‘আসলে এই নেতাদের তেমন কোনও কাজ নেই বাস্তব জীবনে। আমার মনে এঁরা এবং এঁদের আইনজীবীরা একেবারেই বোকা। গোটাটাই সংবাদমাধ্যমে প্রচারের আশায় করে থাকেন।’
আইনি ভাষার প্রয়োগ করে তিনি লিখেন, ‘যত ক্ষণ না পর্যন্ত আমি আমার গোপনাঙ্গ দেখাচ্ছি, তত ক্ষণ পর্যন্ত সংবিধান অনুযায়ী কেউ আমাকে কিছু করতে পারবে না। তাই আমার পিছনে সময় নষ্ট না করে বরং মুম্বাইতে যে সব নারীপাচার চক্র আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।’
ফ্যাশন-ভাইরাল উরফি জাভেদ শর্ট আর উদ্ভট পোশাকের জন্য প্রায়ই বিদ্রুপের মুখে পড়েন। তবে এবার পড়লেন জেলে যাওয়ার হুমকিতে। তবে এসবের ধার ধারেন না তিনি। প্রতিবারই উপযুক্ত জবাব দেন তার নিন্দুকের।