বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নেয়া হয়েছে। স্থানীয়দের পাশাপাশি বর্ষবরণের অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরাও।
মহামারি করোনার কারণে দক্ষিণ আফ্রিকায় গেল দুই বছর বর্ষবরণ অনুষ্ঠান না হলেও এবার ছিল ব্যতিক্রমী আয়োজন। বর্ণিল আতশবাজি আর নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় দেশটি।
ঘড়ির কাটায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে সবাই মেতে উঠে উৎসবে। নেচে-গেয়ে আতশবাজির ঝলকানিতে স্বাগত জানানো হয় খ্রিষ্টীয় নতুন বছরকে।
বর্ষবরণের দিনটিকে ঘিরে শপিংমলগুলো সাজিয়ে তোলা হয় বর্ণিল সাজে। আতশবাজি আর আলোকসজ্জায় বর্ষবরণ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিরা।