সবাই তাকে চেনে একজন গোল স্কোরার হিসেবে। যিনি প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়েছেন বহুবার। তবে পেলেও যে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন তা কি কেউ জানেন?
ক্যারিয়ারে পেলের অর্জন, গোলসংখ্যা নিয়ে অনেকে জানলেও মাঠে তার ভিন্ন এক ভূমিকা অনেকেরই রয়েছে অজানা। বিস্ময়কর হলেও সত্য, বাস্তব জীবনে পেলে ছিলেন ক্লাব ও দেশের বিকল্প গোলরক্ষক।
শুধু বিকল্প গোলরক্ষক হয়েই বসে থাকেননি পেলে। ক্লাবের গোলরক্ষক হয়ে খেলেছেন চারটি ম্যাচও। সান্তোসের হয়ে পেলে ৪ ম্যাচে গোলকিপিং করেছেন। সেই চার ম্যাচের একটিতেও হারেনি সান্তোস। এমনকি একটি গোলও হজম করেনি তারা।
এ ছাড়া ১৯৬৪ সালে ব্রাজিলিয়ান কাপের সেমিফাইনালেও তাকে গোলপোস্টের সামনে প্রহরী হতে হয়েছিল। সেই ম্যাচেও গোল হজম করতে হয়নি পেলেকে। ফলে বলাই যায়, পেলে ছিলেন একজন সফল গোলরক্ষক।
তবে পেলের মূল পজিশন ছিল অ্যাটাকিং মিডফিল্ডার এবং ফরোয়ার্ড। পেলের গোলসংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। তবে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলছে- ১৩৬৩টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১২৮১ গোল আছে তার। সে হিসেবে এই প্রজন্মের সুপারস্টার মেসি-রোনালদোর চেয়েও অনেক এগিয়ে।