পূর্ব সুন্দরবনে কুমিরসহ বিভিন্ন প্রজাতির ১৮টি বন্যপ্রাণী অবমুক্ত করেছে বন বিভাগ। দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা এসব প্রাণী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও সুন্দরবনের খালে অবমুক্ত করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, মাদারীপুরের একটি মাছের খামার ও যশোরের জে এস গার্ডেন থেকে দুইটি কুমির উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে একটি তক্ষক, একটি বক, ১১টি কালিম পাখি, একটি ভুবন চিল ও দুটি মাছ কুড়াল পাখিও উদ্ধার করে তারা। এসব বন্যপ্রাণী অবৈধভাবে আটকে রেখেছিল এবং বন বিভাগের বৈধ কোনো পারমিট ছাড়াই এগুলো লালন-পালন করছিল তারা। গোপন সংবাদের সূত্রধরে অভিযান চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়। আজ (বৃহস্পতিবার) সকালে বন্যপ্রাণীগুলোকে বনের অভ্যন্তরের খালে এবং বনের গহীনে অবমুক্ত করা হয়েছে।
এ সময় বন বিভাগের জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আশ্চর্য এবং করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৭ অক্টোবর সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের গহীনে সাপসহ বিভিন্ন প্রজাতির ৪৫টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছিল।