উৎসবমুখর পরিবেশে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা এবং জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এদিকে সকাল থেকে কেন্দ্রে পুরুষ ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও নারী ভোটারদের উপস্থিতি ছিল কম। আর ইভিএমে খুব সহজে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
ভোটকেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের টহল অব্যাহত রয়েছে।
বনপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৩ এবং নারী কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে নয়, সাধারণ সদস্য পদে ৮৪ এবং নারী সদস্য পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।