ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (৬ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন ।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
জানা গেছে, আগামী ৬ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনটির সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে গিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন।
৬ জানুয়ারি আওয়ামী লীগের নতুন নেতৃত্ব টুঙ্গিপাড়া যাওয়ার আগেই সম্পূর্ণ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন একাধিক সিনিয়র নেতা।
তাদের ভাষ্যমতে, আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হওয়ার পর প্রতিবার বঙ্গবন্ধুর কবর জিয়ারত করা হয়। এর আগে দলের ৮১ সদস্যবিশিষ্ট কমিটি পূরণ করা হয়। হয়তো দু-একটা বাকি থাকে। এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির ১৭ জন প্রেসিডিয়াম সদস্য। তারা হলেন: বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আবদুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম), অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ও সিমিন হোসেন রিমি।