অর্থপাচার প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা, অর্থপাচার বন্ধের উপায় এবং পাচার হওয়া অর্থ ফেরাতে কী করতে হবে, তা নির্ধারণে বাংলাদেশ ব্যাংক গবেষণা সেল গঠন করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ৫ ডিসেম্বর সেলটির কার্যক্রম শুরু করতে বিশেষ নির্দেশনা দেন।
আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি সূত্র সেল গঠনের বিষয়টি নিশ্চিত করে জানায়, একটি বিভাগের অধীনে গবেষণার কাজটি আগে থেকেই করা হতো। এখন থেকে একটি নিবেদিত সেল অর্থপাচার ঠেকাতে গবেষণার কাজটি করবে। পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা কেমন, তা নিয়ে পর্যালোচনা করা হবে।
বিএফআইইউর অধীনে ৯ সদস্যের সেলটি পরিচালিত হবে। এ ছাড়া একজন অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে গবেষণা সেলটি পরিচালিত হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।