বিশ্বকাপ বিরতির পর জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শুরু করল লিভারপুল। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে অলরেডরা।
গত শুক্রবার (২৩ ডিসেম্বর) ম্যান সিটির কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নেয় লিভারপুল। যদিও ভিলা পার্কে সেই ভুলের পুনরাবৃত্তি হয়নি। ম্যাচের ৫ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে লিড পায় অলরেডরা।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে ক্লাবটি। পরের গোলদাতা ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। বিরতির পর ম্যাচে ফেরার আভাস দেয় অ্যাস্টন ভিলা। ম্যাচের ৫৯তম মিনিটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড অলি ওয়াটকিন্স।
খেলায় সমতা আনার জোর চেষ্টা চালায় উনাই এমেরির শিষ্যরা। কিন্তু সফল হয়নি স্বাগতিকরা। উল্টো ম্যাচের ৮১তম মিনিটে লিভারপুলের হয়ে তৃতীয় গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার স্টেফান বায়সেটিক।
এর সঙ্গেই ম্যাচে ফেরার সব সম্ভাবনা শেষ হয়ে যায় অ্যাস্টন ভিলার। গত নভেম্বরে ক্লাবের দায়িত্ব নেয়ার পর চার ম্যাচে দ্বিতীয় হার উনাই এমেরির। আর ইপিএলে টানা তিন জয় তুলে নিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা টিকে রইল ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের।