পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর ভিন্ন হামলায় প্রাণ হারিয়েছে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত ৬ জন সদস্য। আহত হয়েছেন অন্তত ১৭ জন। রোববার (২৫ ডিসেম্বর) বেলুচিস্তানের ভিন্ন ভিন্ন এলাকায় এসব প্রাণহানি ঘটে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা আইএসপিআরের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলুচিস্তানের কাহানে বোমা বিস্ফোরণে ৫ সেনাসদস্যের মৃত্যু হয়। নিহতরা হলেন, ক্যাপটেন ফাহাদ, ল্যান্স নায়েক ইমতিয়াজ, সিপাহী আসগর, মেহরান এবং শামাউন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের আশপাশের মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
অপর এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের জোহব এলাকার সাম্বাজায় ‘সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের গুলিতে আরও এক সেনাসদস্য নিহত হয়েছে। এ সময় এক বন্দুকধারীরও মারা যায় সেনাদের গুলিতে। এ ঘটনায় আরও দুই সৈন্য আহত হয়েছে।
এর আগে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও ৬ জন। আহতদের মধ্যে ৪ পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
পাকিস্তানের উপপুলিশ প্রধান সোহাইল জাফর ছাত্তা বলেছেন, ‘পুলিশ সকাল ১০ টা ১৫ মিনিটের দিকে একজন নারী ও একজন পুরুষসহ একটি সন্দেহভাজন গাড়িকে শনাক্ত করে। পুলিশ গাড়ি থামিয়ে গাড়িটি পরীক্ষা করতে চাইলে তারা দুজন গাড়ি থেকে বেরিয়ে আসেন। দীর্ঘকেশী লোকটি এ সময় একটি অজুহাত দিয়ে আবারও গাড়ির ভিতরে প্রবেশ করেন এবং এর পরপরই গাড়িটি বিস্ফোরিত হয়।’