পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শীর্ষস্থানীয় হোটেলে সম্ভাব্য সন্ত্রাসী হামলার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়। খবর আল জাজিরার।
রোববার (২৫ ডিসেম্বর) মার্কিন দূতাবাস থেকে দেয়া সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার তথ্য পেয়েছে যে, অজ্ঞাত ব্যক্তিরা সম্ভবত ছুটির সময় ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে আমেরিকানদের ওপর হামলা করার পরিকল্পনা করছে।
নিরাপত্তা নির্দেশনায় মার্কিন দূতাবাসের স্টাফ এবং অন্য নাগরিককে বড়দিনের ছুটিতে ইসলামাবাদের জনপ্রিয় এই হোটেলে যাওয়া নিষিদ্ধ করা হয়।
এছাড়া ছুটির মৌসুমে ইসলামাবাদে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সব কর্মীর প্রতি আহ্বান জানায় মার্কিন দূতাবাস।
এর আগে, শুক্রবার (২৩ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও ছয়জন। আহতদের মধ্যে চার পুলিশ কর্মকর্তাও রয়েছেন। ওই হামলার দুদিন পর মার্কিন দূতাবাস এই সতর্কবার্তা দেয়।
এদিকে, পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর ভিন্ন হামলায় প্রাণ হারিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ছয়জন সদস্য। আহত হয়েছেন অন্তত ১৭ জন। রোববার (২৫ ডিসেম্বর) বেলুচিস্তানের ভিন্ন ভিন্ন এলাকায় এসব প্রাণহানি ঘটে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর)-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।