পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কিশোরীদের মাঝে ১৮টি সাইকেল বিতরণ করা হয়েছে। ‘কিশোর-কিশোরী ক্লাব’ এর ১৮ কিশোরীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সরকার বিভাগের ইএলজি (কার্যকর ও জবাবদিহিমূলক) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদে আয়োজনে এসব সাইকেল বিতরণ করা হয়।
মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বাল্যবিয়ে রোধে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সাইকেল চালিয়ে সচেতনতামূলক সভা করবে। বাল্যবিয়ের মতো সামাজিক অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের আগে বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে হবে। মেয়েরা যখন পড়ালেখা করে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে ঠিক তখনই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালেক মূহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি প্রমুখ।