Homeজেলাকিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে জমিতে থাকা ফসল নষ্ট করে দিল দূরবিত্তরা

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে জমিতে থাকা ফসল নষ্ট করে দিল দূরবিত্তরা

মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।।
 
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জমিতে থাকা বিভিন্ন ফসল ভুট্টা, ফলধরা লাউয়ের গাছ ও সত্তরটি কলা গাছ  নষ্ট করে দিয়েছে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর আদশ্রগ্রামে কিছু দূরবিত্ত ব্যাক্তি। মৌজাঃ কালিকাপুর, জেল এল নং- ২৩, খতিয়ান – ১২০৭, দাগ নং- ৬৩০৫, জমির পরিমাণ – ৩০ শতাংশ এই জমিটি নিয়ে নীলফামারী কোর্টে মামলা চলছে দূর্ঘদিন থেকে।
 
এ ঘটনাটি ঘটেছে গত ১৬/১২/২২ ইং ভোর ৪ টার দিকে পড়ে আব্দুল মালেকের স্ত্রী মাছুরা বেগম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।
আসামীরা হচ্ছে ঐ এলাকার মৃত মনতাজ আলীর ছেলে আহসান হাবীব দুলাল, আব্দুল মতিনের ছেলে সোহাগ, পাগড়ী মামুদের ছেলে সাহারুল হক, আহসান হাবীবের স্ত্রী ফিরোজা বেগম।
 
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ রাজিব কুমার রায় বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর