খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম।
aবাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, বড়দিন খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রোববার (২৫ ডিসেম্বর) সরকারি ছুটি। কাজেই সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে, বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারছেন।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।