পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে এসব তথ্য জানান।
এদিকে তীব্র শীত আর ঘন কুয়াশায় পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক নিম্ন আয়ের মানুষজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না। ফলে চরম বিপাকে পড়েছেন তারা।
ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকায় জেলার বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
শহরের ইজিবাইক চালক আবদুল হালিম জানান, গাড়ি নিয়ে বের হয়েছি। ঘন কুয়াশায় রাস্তাঘাট কিছুই দেখা যায় না। ঠান্ডার কারণে যাত্রীরাও বাড়ি থেকে বের হচ্ছেন না। একই কারণে ভাড়া তেমন একটা না পাওয়ায় আয়ও কমে গেছে।
তেঁতুলিয়া বাস স্টেশন এলাকার মাহাবুব ও জলিল জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় স্বাভাবিক কাজগুলো করতে সমস্যায় পড়ছেন তারা।
শহরের কামাতপাড়া গ্রামের চাকরিজীবী শামীমা আকতার সাফিয়া বলেন, আজকের ঠান্ডা শরীরের হাড়গুলোকে কাঁপিয়ে দিচ্ছে। পরিবারের জন্য রান্না-বান্নার কাজ করতেও খুব সমস্যা হচ্ছে।