Homeখেলাবিশ্বকাপ না জেতার দুঃখ ভুলতে কী করছেন এমবাপ্পে

বিশ্বকাপ না জেতার দুঃখ ভুলতে কী করছেন এমবাপ্পে

ছুটি না নিয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের অনুশীলনে ফিরেছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। আগামী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) লিগ ওয়ানে স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা রয়েছে ২৪ বছর বয়সী এই তারকার।

কাতার বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে আট গোলের পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন এমবাপ্পে। জিতে নিয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন ফুট। তবে দল না জেতায় এ সব অর্জনে মোটেও খুশি হননি এমবাপ্পে।

ফাইনালে মেসিদের জয় উদ্‌যাপনের ভিড়ে ম্লান হয়েছে তার হ্যাটট্রিক। অথচ এবার জিতলেই ২৪ বছর বয়সে দুটি বিশ্বকাপ জিতে ফেলতে পারতেন এমবাপ্পে। বিশ্বকাপ না জিততে পারার হতাশা নিয়ে দেশে ফিরেছেন তিনি।

গণমাধ্যমে আর্জেন্টাইন ফুটবলাররা নানা ব্যঙ্গ বিদ্রুপও সহ্য করে যাচ্ছেন। এমন কঠিন সময়ে পিএসজির পক্ষ থেকে কিছুদিনের ছুটি দেয়া হয়েছিল এমবাপ্পেকে। তবে বিশ্রামের সুযোগ দেয়া হলেও সেটা নেননি তিনি। বরং খেলার মাঝেই নিজের দুঃখ ভুলতে চান ফরাসি তারকা।

আপাতত ছুটি নয়, লিগ ওয়ানে মনোযোগ দেয়ার ইচ্ছে তার। এমবাপ্পের এমন আচরণে খুশি পিএসজিও।

Exit mobile version