জানুয়ারিতে মাঠে গড়াচ্ছে বাংলাদেওশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এবারের আসর সামনে রেখে এরই মধ্যে দল সাজিয়ে ফেলেছে সাত ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ মুহূর্তে সিলেট স্ট্রাইকার্স দলে ভেড়াচ্ছে আরেক বিদেশি ক্রিকেটারকে। সিলেটের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
পাকিস্তানের তারকা ইমাদ ওয়াসিমকে এবারের বিপিএলে দেখা যাবে সিলেটের জার্সিতে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এ পাকিস্তানি তারকাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার দীর্ঘদিন থেকেই খেলে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোয়। তারই ধারাবাহিকতায় এবার বিপিএলে দেখা যাবে তাকে।
বিপিএলে ইমাদ ছাড়াও এবার দেখা যাবে বেশ কয়েকজন পাকিস্তানি তারকাকে। এই তালিকায় আছেন শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, হাসান আলি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, আবরার আহমেদদের।
বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াড:
সরাসরি চুক্তি: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস), ইমাদ ওয়াসিম।
ড্রাফট: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরস (ইংল্যান্ড), গুলবাদিন নাইব (আফগানিস্তান), জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফউল্লাহ, তানজিম হাসান সাকিব।