ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (২১ ডিসেম্বর) জেলেনস্কির এ সফর হবে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস।
জেলেনস্কি মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন বলেও জানা গেছে। এ ছাড়া বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এদিকে জেলেনস্কি তার সফর নিশ্চিত করে টুইটারে লিখেছেন, ‘ইউক্রেনের স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আমি যুক্তরাষ্ট্রের যাচ্ছি।’
জেলেনস্কি নিয়মিত ইউক্রেনের রাজধানী কিয়েভে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া কিয়েভের প্রেসিডেন্ট অফিস থেকে জেলেনস্কি টেলিফোনে এবং ভিডিও কলের মাধ্যমে বিশ্বনেতাদের সঙ্গে প্রায়শই কথা বলেন।
তবে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম অন্য কোনো রাষ্ট্রে এটি অঘোষিত সফর। বিবিসি জানিয়েছে, তার এই সফর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্কের গুরুত্বেরও ইঙ্গিত দিচ্ছে। এদিকে জেলেনস্কির সফরের আগে হোয়াইট হাউস ইউক্রেনের জন্য প্রায় ২ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তার একটি নতুন প্যাকেজও নিশ্চিত করেছে।
এ ছাড়া ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি সরবরাহ বিষয়টিও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সামরিক কর্মকর্তারাও দীর্ঘদিন ধরে পশ্চিমের কাছ থেকে আরও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আবেদন জানিয়ে আসছেন। নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে সক্ষম করবে বলে দাবি করেছেন তারা।
মঙ্গলবার, জেলেনস্কি বাখমুতে একটি অঘোষিত সফর করেন। সেখানে ইউক্রেনীয় এবং রাশিয়ান বাহিনী কয়েক মাস ধরে ভয়ংকর যুদ্ধ করছে। তিনি ইউক্রেনের সৈন্যদের সঙ্গে দেখা করেন এবং পুরস্কার প্রদান করেন।