বড়দিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে চলছে নানা আয়োজন। ইতালিতে ক্রিসমাস ট্রির আদলে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে, যা উপভোগে ভিড় করছেন পর্যটকরা। অন্যদিকে বলকান রাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনাতে হয়ে গেল গাধার পিঠে চড়ে দৌঁড় প্রতিযোগিতা।
বড়দিন সামনে রেখে ক্রিসমাস ট্রির আদলে আলোকসজ্জার আয়োজন করেছে ইতালির উমব্রিয়া অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ।
দেশটির গ্রীন হার্টখ্যাত অঞ্চলটি সাজানো হয়েছে বিভিন্ন রঙের লাইট দিয়ে। প্রায় সাত কিলোমিটারজুড়ে বৈদ্যুতিক তারের সঙ্গে টাঙানো হয়েছে আড়াই হাজারের বেশি লাইট।
আয়োজকরা জানান, বেশিরভাগ ক্রিসমাস ট্রির উচ্চতা ৪০০ থেকে ৮০০ মিটার। কোনোটা আবার ১২০০ মিটার। নজরকাড়া এই সজ্জা দেখতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন বিভিন্ন দেশ থাকা আসা পর্যটকরাও।
এদিকে, বড়দিন উপলক্ষে বলকান রাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনাতে আয়োজন করা হয় গাধার পিঠে চড়ে দৌড় প্রতিযোগিতার। প্রতিযোগিতা শেষে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেয়া হয়।
সূত্র: সময় টিভি