রাজশাহীর হাটগুলোতে মণপ্রতি ধানের দর বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা। এবার মৌসুমের শুরুতেই ধানের তেজি দরে খুশি কৃষকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম রাজশাহীর নওহাটা ধানের হাট। আমনের সোনাঝরা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বস্তায় ভরে সেই সোনার ফসল নিয়ে হাটে হাজির হচ্ছেন প্রান্তিক কৃষকরা। নওহাটা হাটে চলতি মৌসুমে ধানের দাম মণপ্রতি বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
ব্রি ৮৭ জাতের ধান বিক্রি হচ্ছে ১৫০০ টাকা মণ, যা আগে গড় বাজার মূল্য ছিল ১৪০০ টাকা। ব্রি ৪৯ জাতের ধানের বর্তমান বাজার মূল্য ১৩৫০ টাকা। সুমন স্বর্ণাও বিক্রি হচ্ছে প্রায় একই দামে; যা গত মৌসুমের তুলনায় অনেকটা বেশি। এই দামে উৎপাদন খরচ উঠায় খুশি কৃষকরা।
ধানের দাম এমন থাকলে কৃষকরা ধান উৎপাদনে উৎসাহী হবেন। তার বিপরীত হলে ধীরে ধীরে ধান চাষে আগ্রহ হারাবেন প্রান্তিক কৃষকরা বলে জানায় কৃষি বিভাগ।
কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, এ বছর আমনের মৌসুমে প্রতি বিঘায় ধান চাষে কৃষকের খরচ হয়েছে ৭ থেকে ৮ হাজার টাকা। সে হিসেবে বিঘাপ্রতি তাদের বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।
রাজশাহীর নওহাটা বাজারের ইজারাদার প্রদীপ শাহা বলেন, এই ধানের বাজার বসে সপ্তাহে দুদিন। আর গড়ে বেচাকেনা হয় ৫ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত।
সূত্র: সময় টিভি